Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আমাদের অর্জনসমূহ

উপজেলা আইসিটি ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন (ইউআইটিআরসিই), দামুড়হুদা, চুয়াডাঙ্গা কার্যালয় ০২ মার্চ, ২০১৬ সালে যাত্রা শুরু করার পর ০৩ (তিন) টি মডিউলে মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক পর্যায়ের শিক্ষকবৃন্দকে আইসিটি বিষয়ে প্রশিক্ষন প্রদান করে আসছে। 

 

ইউআইটিআরসিই, দামুড়হুদা, চুয়াডাঙ্গা কার্যালয়ে ২০২২-২৩ অর্থবছর পর্যন্ত ৬৮ টি ব্যাচে (প্রতি ব্যাচে ২৪ জন) মোট ১৬৩২ (এক হাজার ছয়শত বত্রিশ) জন শিক্ষককে "বেসিক আইসিটি ট্রেনিং ফর টিচার্স" বিষয়ে প্রশিক্ষন প্রদান করা হয়েছে। "কম্পিউটার হার্ডওয়্যার, নেটওয়ার্ক ও ট্রাবলশুটিং" বিষয়ে ০৪ (চার) টি ব্যাচে ৯৬ (ছিয়ানব্বই) জন শিক্ষককে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। "ইন্টারএকটিভ টিচিং এন্ড লাইভ ক্লাস ম্যানেজমেন্ট" বিষয়ে ১৩ টি ব্যাচে মোট ৩১২ (তিনশত বারো) জন্য শিক্ষককে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। এই প্রশিক্ষন কার্যক্রমের ফলস্বরুপ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাস কার্যক্রম প্রসার লাভ করেছে এবং শিক্ষকবৃন্দ পেশাগত ও ব্যক্তিগত কাজে তথ্য-প্রযুক্তি ব্যবহারের দক্ষতা অর্জন করছেন। 

 

ব্যানবেইস কর্তৃক গৃহীত শিক্ষা বিষয়ক বিভিন্ন জরিপ কার্যক্রম বাস্তবায়ন ইউআইটিআরসিই কার্যালয় থেকে নিয়মিত তত্ত্বাবধান করা হয়। একই সাথে বার্ষিক শিক্ষা জরিপ, স্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচন, শিক্ষা প্রতিষ্ঠানের জিআইএস জরিপ, পিএমটি ভ্যালিডেশনসহ ব্যনবেইস এর অন্যান্য রুটিন কার্যক্রম মাঠপর্যায়ের সহায়তায় জোরদার হয়েছে। যার ফলে শিক্ষা পরিসংখ্যান সূদৃঢ় হয়েছে এবং শিক্ষাতথ্য-পরিসংখ্যান সরবরাহ সহজতর হয়েছে। 


শিক্ষার্থীদের ইউনিক আইডি (EDUCATION ID) প্রদান সংক্রান্ত বিষয়ে ব্যানবেইস এর "Integrated Educational Information Management System (IEIMS)" প্রকল্পের অধীনে বাস্তবায়নাধীন শিক্ষার্থী প্রোফাইল তৈরী বিষয়ে শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন শিক্ষকবৃন্দকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে এবং প্রোফাইল তথ্য এন্ট্রি ও হালনাগাদ কার্যক্রম নিয়মিত মনিটরিং করা হচ্ছে।


ইউআইটিআরসিই কার্যালয়ে স্থাপিত সাইবার সেন্টারের মাধ্যমে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষককে ইন্টারনেট এক্সেস সুবিধা প্রদান করা হয়েছে।

 

এছাড়াও, কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং সকল পর্যায়ের সেবাগ্রহীতাবৃন্দের জন্য পুস্তকসমৃদ্ধ বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার স্থাপন করা হয়েছে - যা সংশ্লিষ্ট বিষয়ে জ্ঞানার্জন এবং শিক্ষা-গবেষণা বিষয়ে সহায়ক ভূমিকা রাখছে।